ফ্রিল্মী স্টাইলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এখন চলছে ছিনতাই। পথচারীরা এর প্রতিবাদ করতে না পেরে চুপচাপ মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করছে।
গত ১০ এপ্রিল বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যে সাইনবোর্ড এলাকায় বিসমিল্লাহ হোটেলের কাছে যানজটে আটকে পড়া একটি প্রাইভেটকারের দরজা খুলে লোকজনের কাছ থেকে সর্বস্ব ছিনতাই করে পালিয়ে যাচ্ছে কয়েকজন যুবক। ওই প্রাইভেটকারের পিছনে একটি যাত্রীবাহী বাস থেকে অনেকেই সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন।
আর এ ভিডিও মুহূর্তেই ভাইরাল হরেও থামে নািই ছিনতাই । গতকাল শুক্রবার বিকেলে স্ত্রী নিয়ে একজন সরকারী কর্মচারীভূইঘর তেকে চাসাড়া আসার পথে মোবাইলসহ টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা।
এমন ছিনতাইয়ের ঘটনায় আজ শনিবার ১২ মার্চ রাতে ওই সরকারী চাকুরীজীবী ফতুল্লা থানসায় মোবাইল হারানোর সাধারন ডায়রী করেন।
আর ভাইরাল হওয়া গাড়ি থেকে ছিনতাইয়ের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি তাই পুলিশও কিছু জানে না বলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
এভাবে অনেকেই ছিনতাকারী ও অপহরণকারী ভুয়া ডিবির হাতে সর্বস্ব হারালেও থানায় অভিযোগ করেন না। ভুক্তভোগীদের অভিযোগ পুলিশ আগের চেয়েও এখন অনেক দুর্বল। থানায় অভিযোগ করলে উলটো হয়রানি হতে হয় বলে কেউ থানায় যেতে সাহসকরে না । ।
নগরবাসী জানান, সাইনবোর্ড এরাকার একজন বহিস্কৃত নেতার শেল্টারে মাত্র ১০/১৫ জনের একটি ছিনতাইকারী চক্র এই আট কিলোমিটার এ সড়কে বিনা বাধায় অবিরাম ছিনতাই করেই যাচ্ছে । মাত্র কয়েকশ গজ সিদ্ধিরগঞ্জ থানাধীন হলেও বাকিটা ফতুল্লা থানা এলাকায়। এ সড়কের সাইনবোর্ড জালকুড়ি ও স্টেডিয়ামের সামনে পুলিশের তিনটি চেকপোস্ট ছিল। কয়েক বছর যাবৎ চেকপোস্টগুলো নেই। রহস্যজনক কারণে সড়কটি একেবারেই নিরাপত্তাহীনতায় রয়েছে এই সড়কটি।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম এমন ঘটনায় জানান, যারা অভিযোগ দেয় তাদের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ না পেলেও টহল টিম নিয়মিত ডিউটি করছে ।









Discussion about this post