জাকির খান যিনি নারায়ণগঞ্জের রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটে ব্যাপক আলোচিত। যার মুক্তিতে ব্যাপক গুঞ্জন চলছে গত কয়েক মাস যাবত।
দীর্ঘ ২১ বছর পলাতক ও তার বিরুদ্ধে দায়েরকৃত ৩৩টি মামলায় আড়াই বছর কারাগারে থাকার পর আজ ১৩ এপ্রিল (রোববার) সকল মামলায় খালাস পেয়ে কারামুক্ত হয়েছেন।
সকালে এই আলোচিত নেতাকে বরণ করে নিতে লক্ষাধিক সমর্থক ভোর থেকে নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থিত কারাগারে সামনে উপস্থিত হন।
কারামুক্ত হওয়ার পর জাকির খানকে নিয়ে আনন্দ মিছিল করে লিংক রোড, চাষাঢ়া, ২নং রেলগেইট হয়ে দেওভোগে প্রবেশ করেন বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ সমর্থকরা পরিবারের সদস্যরা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মহস্যজীবি দলে থাকা জাকির খানের সমর্থকরা গত ২ দিন যাবৎ এই আনন্দ মিছিল পালনের লক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা করার পর আজ তার প্রতিফলন ঘটিয়েছে।
সদ্য কারামুক্ত জাকির খান দীর্ঘ ২১ বছর সিনেমার কাহিনীর মতোই তাকে নিয়ে নানা মুখরোচক চর্চা হতে দেখা গেছে নারায়ণগঞ্জে সর্বমহলে। যিনি জেলা ছাত্রদলের সভাপতি পদ থাকাকালিন সময় থেকেই নারায়ণগঞ্জ বিএনপির আস্থার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। বিএনপির শেষ শাসনামলে জাকির খান পলাতক জীবনে শুরু হয়।
বিএনপির শাসনামল থেকেই যাতে জাকির খান ফিরে আসতে না পারদ এবং পরবর্তীতে দেশে ঢুকতে না পারে একের পর এক মামলা মোকাদ্দমা দিয়ে তাকে দমিয়ে রাখার মাস্টার মাইন্ড হিসেবে বিএনপির অনেকেই সামনে থাকলেও এর পেছনে কুখ্যাত ওসমান পরিবারও নীলনকশা চালিছিলেন।
সসর্বশেষ আলোচিত সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় চলতি বছরের (৭ জানুয়ারি) জাকির খান সহ তার তিন ভাই খালাস পান।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজিব মন্ডল জানান, জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এরমধ্যে ৩০টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি দুটি মামলায় জামিনে আছেন। আদালতের কাগজপত্র কারাগারে পৌঁছেছে, তাই তার মুক্তিতে আর কোনো বাধা নেই। কিন্তু এর মধ্যে একটি মামলার সাজা থাকায় তিনি মুক্তি পাচ্ছিলেন না। যাকে ঘিরে জাকির খানের মুক্তি নিয়ে চিন্তিত হয়ে পরেছিলেন সমর্থকরা। ইতিমধ্যে কাশিপুর স্কুলের ঠিকাদার শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু সামন কবিরের চাঁদাবাজি মামলায় শিপন, ফরিদ, মোর্শেদ ও জাকির খানের সাজাপ্রাপ্ত মামলার সাজা ভোগ করে প্রায় সকলেই।
আর এই জাকির খান কে ঘিরে আজকে সকাল ১০টার পরে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পায় বিএনপির এই নেতা।
২২ বছর নারায়ণগঞ্জ থেকে নির্বাসিত ও আড়াই বছর ধরে কারাবন্দী এ নেতার মুক্তির খবরে আনন্দে আত্মহারা সমর্থকরা। তা ছাড়া ২০০৩ সালে চারদলীয় জোট সরকার আমলে ১৮ ফেব্রুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যার পর থেকে নারায়ণগঞ্জ ছাড়েন জাকির খান। দীর্ঘ সময় বিদেশ দেশে পলাতক থাকা অবস্থায় আওয়ামীলীগ সরকার আমলে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর জাকির খানকে গ্রেপ্তার করে র্যাব-১১।
আড়াই বছর ধরে কারাবন্দীর পর বর্তমানে তার মুক্তিতে উচ্ছ্বাসিত হয়ে হয়ে উঠেছে নেতাকর্মী সমর্ত্থকরা।
সামনের দিনগুলোতে জাকির খান যদি বিএনপির মূল ধারার রাজনীতিতে নিজেকে ও তার কর্মীবাহিনীকে সঠিক পথে পরিচালিত করতে পারে আগামীর রাজনীতিতে এই জাকির খানই বিএনপির অন্যতম ভরসার কান্ডারি হতে পারে বলে মনে করছে নগরবাসী।









Discussion about this post