মিয়ানমারের সেই সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার হওয়া আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তাঁর পাঁচ সহযোগীকে দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাসুমের আদালত রিমান্ডের এই আদেশ দেন।
পুলিশ উল্লেখিত আসামিদের আদালতে হাজির করে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে।
রিমান্ড প্রাপ্ত আসামীরা হলেন আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮), তাঁর সহযোগী মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। তাঁদের মধ্যে আতাউল্লাহ ছাড়া সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতো।
ঘটনার সম্পর্কে নারায়ণগঞ্জ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি খোরশেদ আলম মোল্লা জানান, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকায় অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার জন্য গোপন বৈঠক করে আসছিলো। তখন র্যাব ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করে।
আতাউল্লাহর বিরুদ্ধে নয়টি হত্যা মামলাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।









Discussion about this post