বন্দরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ৫জন মাদক কারবারিকে বিপুল পরিমান ফেনসিডিলসহ আটক করেছে র্যাব-১১ এর একটি দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যানও জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বন্দর থানার রাজবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আদমজীনগর ক্যাম্পের র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করে।
আটককৃতরা হলো : বন্দর একরামপুর এলাকার মৃত মেছের আলী সরদারের পুত্র মো. আমির (৩৭), কুমিল্লা কোতোয়ালী মডেল থানা এলাকার মো. আজাদের পুত্র আকবর হোসেন (৩১) ও হোসাইনের ছেলে মো. জিয়ান (১৯), একই জেলার চান্দিনা থানার ইদ্রিস আলীর পুত্র মো. আরিফ (৩৮) ও শফিকুল ইসলামের পুত্র হানিফ হোসেন (৩৫)।
র্যাব ১১ জানায়, গ্রেফতারকৃতরা কুমিল্লা থেকে বিশেষ কায়দায় ফেনসিডিল এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা তাদের আটক করে।
নারায়ণগঞ্জের বন্দর থানায় আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।









Discussion about this post