রূপগঞ্জে মৈকুলী এলাকায় যাত্রীবাহী মেঘলা পরিবহনের ধাক্কায় অটোরিকশার চালক আক্তার হোসেন (৫৬) নিহত হয়েছে।
এই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী।
আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার তারাবো পৌরসভার ঢাকা সিলেট মহাসড়কের রূপসী মৈকুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন সোনারগাঁ উপজেলার কাঁচপুর উত্তর পাড়া এলাকার মৃত সাইজদ্দিনের পুত্র।
দূর্ঘটনার বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. জাহানুর আলী জানান, আজ সকালে কাঁচপুর থেকে অটেরিকশা চালক আক্তার হোসেন যাত্রী নিয়ে ভুলতা উদ্দেশ্যে রওনা হন। এ সময় মৈকুলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী মেঘলা পরিবহনের একটি বাস এটিকে ধাক্কা দিলে ধুমড়ে-মুচড়ে যায়।
গুরুতর আহত হয় চালক আক্তার হোসেন, যাত্রী মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমী আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক আক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আর গুরুতর আহত অবস্থায় বাকি দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহত চালকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।









Discussion about this post