বন্দরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোহাম্মদ আহসান হাবীব (২৭) নামের এক মসজিদের ইমামকে হাতকড়া পরিয়ে তার মালিকানাধীন বিকাশের দোকান থেকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা, সিম কার্ড ও মোবাইল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বন্দরের মুছাপুর ইউনিয়নের ফনকুল গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।
ঘটনার সম্পর্কে ঈমাম আহসান হাবীব বলেন, তিনি ফনকুল নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদে ইমামতি করেন। আর মসজিদের পাশেই নূরে মোহাম্মদ স্টোর নামে তার একটি বিকাশের দোকান রয়েছে।
মঙ্গলবার রাতে তিনি দোকানদারি করাবস্থায় রাত পৌনে ৯টার দিকে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে করে ৭-৮ জন লোক তার দোকানে এসে নিজেদের ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়। পরে তাকে দোকান থেকে বাইরে আসতে বলে ২-৩ জন লোক দোকানের ভেতর প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ ৮০ হাজার টাকা ও বিভিন্ন মোবাইল কোম্পানির সিম কার্ড হাতিয়ে নেয়।
ওই সময় তারা তাকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে হাতকড়া পরাইয়া বৈদ্যুতিক শক দেয় এবং বিকাশ লেনদেনের মোবাইল হাতিয়ে নিয়ে বিকাশ ও রকেট অ্যাকাউন্ট থেকে দুই লাখ ৮০ হাজার টাকা তাদের একটি নম্বরে ক্যাশ আউট করে। পরে তাকে হাত-পা বেঁধে বন্দরের মালিবাগ এলাকার ফেলে যায়।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম এ বিষয়ে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।









Discussion about this post