আড়াইহাজারে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর আওতাধীন গোপালদী জোনাল অফিসের কালাপাহাড়িয়া সাব সেন্টারের লাইন ম্যান রিমন মৃধা (২৯) নামে এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করা সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন রিমন মৃধা।
আজ বৃহষ্পতিবার (২৪ এপ্রিল) দুপুর অনুমান সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার স্বাস্থ কমপ্লেক্স এবং গোপালদী জোনাল অফিস সূত্রে জানা যায়, রিমন মৃধা উলুকান্দি এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিমন মৃধা গাইবান্ধা সদর থানার তুলশি ঘাটা এলাকার হাসান মৃধার পুত্র।









Discussion about this post