রূপগঞ্জের তারাবো বিশ্বরোড চৌরাস্তায় কাভার্ডভ্যানচাপায় লাকি আক্তার (২৬) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
আজ রবিবার (৪ মে) সকাল ৮টায় তারাবো বিশ্বরোডের সাঈদ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের তারাইল থানাধীন সেকান্দর নগর এলাকার আল আমিনের স্ত্রী নিহত লাকি আক্তার।
ঘটনার সম্পর্কে রূপগঞ্জ থানার দারোগা রিয়াদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে গার্মেন্টস শ্রমিক লাকি আক্তার তারাবো বিশ্বরোড দিয়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় আব্দুল্লাহ টেক্সটাইল মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দিলে গুরুতর আহত হন লাকি। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।









Discussion about this post