ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
গত সোমবার (১২ মে) রাতে সদর মডেল থানার এসআই রিপন মৃধা বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০০ জন আসামী করা হগয়েরেছ এই মামলায়। মামলা দায়েরের পর রাতেই পুলিশ নগরের শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠালে আসামীদের কারাগারে প্রেরণের আদেশ দেন বিজ্ঞ বিচারক ।
এই মামরায় গ্রেফতারকৃতরা হলো : এজাহারভূক্ত ১৭ নম্বর আসামী মো. হানিফ, তার ছেলে ২৯ নম্বর আসামী মো. জিসান, মামলার ২৪ নম্বর আসামী শওকত মিথুন। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠালে ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলায় অন্যান্য আসনামীরা হলো :
১. শফিকুল ইসলাম বাবু (৪৭) সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ নারায়ণগঞ্জ সদর থানা, পিতা-মৃত খালেদ সরদার, সাং-সৈয়দপুর বড় বাড়ী, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ০২. কামরুল হুদা বাবু (৫২) ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ যুবলীগের সহ-সভাপতি, পিতা- মৃত ডা: নুরুল হুদা, সাং-আরামবাগ, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৩. শফিকুল ইসলাম লিটন (৫৮), পিতা-মৃত আমিনুল ইসলাম, সাং-৩৯৭ আলী আহমেদ চুনকা সড়ক, থানা ও জেলা-নারায়ণগঞ্জ, ৪. মাইনউদ্দিন আহম্মেদ রাসেল রাসেল কন্ট্রাকটার (৪৮) পিতা-নুরউদ্দিন আহম্মদ, সাং-৩৭ নং কদমরসুল রোড নবীগঞ্জ, থানা-বন্দর, জেলা-নরায়ণগঞ্জ , ৫, কবির হোসেন (৪৭) পিতা- মৃত ফরিদ হোসেন, সাং-কদম রসুল বড় বাড়ি, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৬, জামির হোসেন রনি (৪১) পিতা- অজ্ঞাত, সাং-তামাকপট্টি, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৭. মোতালেব হোসেন মাস্টার (৫০) পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-কাইতাখালি, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৮. আজিম (৫৫) পিতা- অজ্ঞাত, সাং- ১নং বাবুরাইল ভিবাহাসান এর বাড়ীর পাশে, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৯, আলিনুর সুমন (৪৭) পিতা- অজ্ঞাত, সাং-দেওভোগ মেয়রের বাড়ীর সামনে, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ১০, শামীম তালুকদার (৫০), যুবলীগ নেতা, পিতা-আলাউদ্দিন, শাসন গাও, এনায়েতনগর ইউনিয়ন, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ১১ গোলাম সরোয়ার শুভ (৪৫), পিতা-মৃত জনু মিয়া, সাং-হৃদয় প্লাজা মর্গ্যান স্কুলের সামনে দেওভোগ পাক্কা রোড, ১২, ফারুক (৫৫), পিতা-মৃত – আমিনুল ইসলাম, সাং-৩৯৭ আলী আহমেদ চুনকা সড়ক, থানা ও জেলা-নারায়ণগঞ্জ, ১৩. মুকুল (৪১), পিতা-মৃত আমিনুল ইসলাম, সাং-৩৯৭ আলী আহমেদ চুনকা সড়ক, থানা ও জেলা-নারায়ণগঞ্জ, ১৪. চঞ্চল (৪০), পিতা-মৃত জনু মিয়া, সাং-হৃদয় প্লাজা মর্গ্যান স্কুলের সামনে দেওভোগ পাক্কা রোড,১৫. আছিয়া খানম সুমী (৪৫), স্বামী-সোহরাব, সাং-দেওভোগ পানির টাংকির সাথে, থানা-নারায়নগঞ্জ সদর, ১৬. পলাশ (৪৫) পিতা-আ: কদ্দুস আজাদ, সাং-শহীদ নগর ২নং গলি ১৮ নং ওয়ার্ড, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণঞ্জ ,১৭. হানিফ (৪০), পিতা-কাসেম, সাং-শহীদ নগর ১ নং গলি ১৮ নং ওয়ার্ড, থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ১৮. সুধীর (৫২), পিতা-চান মিয়া, সাং-শহীদ নগর ১নং গলি ১৮ নং ওয়ার্ড, থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ১৯. শাকিল (২৮), পিতা- হায়দার আলী, সাং-শহীদ নগর ১নং গলি ১৮ নং ওয়ার্ড, থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ২০. মো: জাহাঙ্গীর আলম বেপারী (৫২) পিতা- জয়নাল আবেদীন, সাং-জালকুড়ি জুটপট্টি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২১. রাসেল (৪২), মৃত হাজী সাত্তার, ডিয়ার সাং-শহীদ নগর ১ নং গলি ১৮ নং ওয়ার্ড, থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ২২. শামীম (৪৮) পিতা- মৃত আওলাদ, সাং-শহীদ নগর মেম্বার গলি ১৮ নং ওয়ার্ড, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ২৩. মাহমুদা (৩৮) স্বামী- শওকত মিঠুন, সাং-শহীদ নগর ১নং গলি ১৮ নং ওয়ার্ড, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ২৪, শওকত মিথুন (৪৩) পিতা- আ: হাই, সাং-শহীদনগর ১নং গলি ১৮ নং ওয়ার্ড, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ২৫, সাদ্দাম সানি (৩৫) পিতা- নাজিম উদ্দিন, সাং-শহীদ নগর ১নং গলি ১৮ নং ওয়ার্ড, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ২৬. রতন প্রধান (৪০) পিতা- কাদির প্রধান, সাং-শহীদ নগর ২নং গলি ১৮ নং ওয়ার্ড, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ২৭. মাহিন, পিতা- নজরুল, সাং-জে রোড, ওয়ার্ড নং-২৩, নবীগঞ্জ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ২৮. রুমেল (৪৭) পিতা- মৃত জামাল মাতাব্বর, সাং-শহীদ নগর ২নং গলি ১৮ নং ওয়ার্ড, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ২৯. জিসান (২৮) পিতা- হানিফ, সাং-শহীন নগর ১নং গলি ১৮ নং ওয়ার্ড, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৩০. সাইফুল ইসলাম (৫১) পিতা- বাচ্চু মিয়া, সাং-শহীদ নগর মেম্বার গলি, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৩১. আরাফাত (২২) পিতা-মৃত সালাউদ্দিন, সাং-শহীদনগর ১নং গলি, ১৮ নং ওয়ার্ড, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৩২. শিপলু সাদিক (শিপলু বাবু) (৫০) পিতা- মো: মিজানুর রহমান, সাং-শহীদ নগর, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৩৩. রাতুল (৩৪) পিতা- বাদশা সরদার, সাং-দেওভোগ সরদার বাড়ী, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৩৪. মিঠু (৫২) পিতা- গিয়াস উদ্দিন, সাং-দেওভোগ মোড়ের পুরাতন বাড়ী সংলগ্ন, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৩৫. শফি উদ্দিন প্রধান (৫৩) পিতা- মৃত সাহাবুদ্দিন প্রধান, সাং-ডিএন রোড নন্দি পাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৩৬.. মাথিন, পিতা- মৃত রমিজ উদ্দিন মোল্লা, সাং-পশ্চিম দেওভোগ লিচুবাগ, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৩৭. ওভি (২৯) পিতা- মৃত দিলিপ মিয়া, সাং- দেওভোগ, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৩৮. রনি ওরফে মুরগি রনি (৩০), পিতা- অজ্ঞাত (দুধওয়ালা), সাং-খিল মার্কেট, কাশিপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৩৯. রনি (৪১), পিতা-জয়নাল, সাং-নিতাইগঞ্জ মাইচ্ছাপাড়া বাজার, থানা- থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৪০. মো: নয়ন (২৯) পিতা- মো: মোক্তার আলী, মাতা-আছমা বেগম, সাং-বাড়ীর টেক মসিনাবন্দ, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৪১. রনি, পিতা- মৃত ভাসা মিয়া, সাং- ২নং বাবুরাইল, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৪২. মো: শাহজাহান (৩৭) পিতা-মোঃ মনছুর আলী, সাং-৪৪ বাড়ীর টেক সৈয়দপুর, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৪৩. ইমরান দেওয়ান, পিতা- ফয়েজ মোল্লা, সাং-বউ বাজার, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৪৪. রিফাত সরদার, পিতা- মৃত নান্নু সরদার, সাং- দেওভোগ সরদার বাড়ী, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৪৫. সিদ্দিক মিয়া, পিতা- আমির আলী সাদ, সাং-ইসদাইর বাজার, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৪৬. আবুল বাশার বাসেদ (৫০) পিতা- মৃত নুর মোহাম্মদ খান, সাং-ডিএন রোড নন্দি পাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৪৭. খোকন ভেন্ডার, পিতা- নসু মিয়া, সাং-মাইরপরশ পাড়া, নবীগঞ্জ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৪৮. সজল ওরফে কান কাটা সজল (৪৫) পিতা- মৃত সোবাহান মিয়া, সাং-নয়াপাড়া পাইকপাড়া ১৭ নং ওয়ার্ড, থানা- নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৪৯. রতন সিকদার, পিতা- মৃত আ: রাজ্জাক, সাং-সৈয়দপুর কড়ইতলা, গোগনগর থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ., ৫০. মো: রফিক পাগলা, পিতা- অজ্ঞাত, সাং-সোনারকান্দা হাজীপুর ২০ নং ওয়ার্ড, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৫১. রাসেল, পিতা- হরমুজ আলী, সাং-খানপুর মেইন রোড, (এ্যামিলির বাড়ীর পিছনের বাড়ী) ১২ নং ওয়ার্ড, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৫২. ইমরান (৩২) পিতা- মৃত বারেক, সাং-সুকুম পট্টি, থানা-নারায়ণগঞঘ্জ এর নাম উল্লেখ করা হয় এই মামলায়। অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে এই মামলায়।
গত বৃহস্পতিবার ৮ মে রাতে নগরের দেওভোগ এলাকার নিজ বাড়ি ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশ তার সমর্থকদের বাধার মুখে পড়ে। ৭ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানের পর গত শুক্রবার ভোরে পুলিশ আইভীকে গ্রেফতার করে পুলিশ। এরপরে আইভীকে নিয়ে আসার পথে আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলার সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। ঘটনার ৪ দিন পর সোমবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সোমবার রাতে এ মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
থানা সূত্র জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় ৫টি হত্যা এবং হত্যাচেষ্টা মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মিনারুল ইসলাম হত্যা মামলায় গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে আইভীকে আটক করতে গেলে তার সমর্থকদের বাধার মুখে পরে পুলিশ।
সারারাত শেষে শুক্রবার আইভীর বাড়িতে অবস্থান করে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন।









Discussion about this post