সোনারগাঁয়ের পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা দুইজন পুরুষের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
আজ বুধবার (২১ মে) সকালে সোনারগাঁওয়ের কাঁচপুর ললাটি বাসস্ট্যান্ড এবং আশারিয়ার চর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, দুইজনের লাশই বর্তমানে থানায় রাখা হয়েছে। নিহত জনের কারও পরিচয় এখনো পাওয়া যায়নি।
মোর্শেদ আরও বলেন, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত করছে। প্রাথমিক তদন্ত শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হবে।
হাইওয়ে পুলিশ জানায়, দুজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।









Discussion about this post