রূপগঞ্জের ভূলতায় ভাতিজার ইটের আঘাতে আহত চাচা মো. কালাম (৪৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২১ মে) দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার (১৮ মে) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি।
ভাতিজার ইটের আঘাতে মৃত মোঃ কালাম পাড়াগাঁও এলাকার আব্দুল গফুরের পুত্র। তিনি পেশায় ছিলেন ভ্যান চালক।
এ বিসয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোখলেছুর রহমান বলেন, ১৮ মে (রোববার) বিকেলে ভুলতা পাড়াগাঁও এলাকায় কালামের মেয়ে মীম আক্তারের কাছ থেকে কালামের আপন ভাতিজা মাদক ব্যবসায়ী শাহীন বিস্কুট কেড়ে নিয়ে খেয়ে ফেলে। বিস্কুট খেয়ে ফেলায় শিশু মীম কান্নাকাটি শুরু করলে কালাম, শাহীনকে গালাগাল করে । আর এতেই ক্ষিপ্ত হয়ে শাহীন তার চাচা কালামকে ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করলে মাটিতে লুটিয়ে পরেন চাচা ।
গুরুতর আহত অবস্থায় কালামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকি’সাধীন অবস্থায় মাার যান তিনি।
এমন ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভূলতা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোখলেছুর রহমান ।









Discussion about this post