সোনারগাঁ প্রতিনিধি :
সোনারগাঁয়ে দ্বীন ইসলাম নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ শাহীন নামের এক জনকে গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্বীন ইসলাম (২৫) হত্যার ঘটনায় আহসান উল্লাহ(২৫), শাহাবুদ্দিন(৪৫), আলী হোসেন(৩৫), শাহীন(২৬) ও এরশাদ উল্লাহ(৪৬)র’ নাম উল্লেখসহ ৫/৬ জনকে অজ্ঞাত নামা আসামী করে নিহতের বড় ভাই ইলিয়াস বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৪ অক্টোবর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নয়াগাঁও গ্রামের সালাউদ্দিনের ছেলে দ্বীন ইসলামের সাথে একই গ্রামের আসাদুলের ছেলে আহসানউল্লাহর কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আহসান উল্লাহ, শাহাবুদ্দিন, আলী হোসেন, শাহীন, এরশাদ উল্লাহসহ ৫/৬ দ্বীন ইসলামকে এলোপাথরীভাবে পিয়ে মারাত্মক আহত করে। পরে এলাকাবাসী আহত দ্বীন ইসলামকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত ৮ অক্টোবর কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। ১৩ অক্টোবর ঢাকা মেডিকেলা কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিসক মহাখালী আইসিডিডিআরবি (কলেরা হাসপাতালে) নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সেখান থেকে ঐদিন সন্ধ্যায় ছাড়পত্র দিলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। ১৪ অক্টোবর রাতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দ্বীন ইসলামের মৃত্যু হয়।
এ ঘটনায় দ্বীন ইসলামের বড় ভাই ইলিয়াস বাদি হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনা পুলিশ শাহীন নামের এক জনকে গ্রেফতার করেছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, দ্বীন ইসলাম হত্যার ঘটনার সাথে জড়িত শাহীনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।









Discussion about this post