বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে হতাহতের ঘটনায় দায়েরকৃত দুই হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নাচক করেছে আদালত। অপর মিনারুল হত্যা মামলায় পুলিশ সাত (৭) দিনের রিমান্ড আবেদন করলে আগামী ২৫ মে (রোববার) রিমান্ড শুনানির দিন ধার্য করেছে আদালত।
আজ বুধবার (২১ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আলী হায়দারের আদালত এ আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো: কাউয়ুম খান এ বিষয়ে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে গুলিতে মিনারুল নামে এক যুবক খুন হয়। এ মামলায় আইভীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৫টি মামলা রয়েছে। তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর আইভীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
এমন ঘটনায় আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, রিকশাচালক তুহিনকে শামীম ওসমান গুলি করে হত্যা করেছে এজাহারে উল্লেখ আছে। একই এজাহারে সাবেক মেয়র আইভীর শুধু নাম রয়েছে কোনো ভূমিকা উল্লেখ নাই। এ মামলায় আইভীর জামিন পাওয়ার অধিকার রয়েছে।
ডাক্তার আইভীর আরেক আইনজীবী মাহবুবুর রহমান মাসুম জানান, দুটি হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলায় জেলা জজ আদালতে সিআর মিস করে জামিন শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী একটি হত্যা মামলায় আইভীর বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন উপস্থাপন করেছেন। এত দিন রিমান্ড আবেদন না করে জামিন শুনানির কথা জেনে পুলিশ এ আবেদন করতে পারে না। রিমান্ড শুনানির কারণে এ মামলার জামিন শুনানি পেছানোর কোনো অবকাশ নেই। উচ্চ আদালতে সিআর মিস আছে জেনে এ মামলায় রিমান্ডের আবেদন আসে কিভাবে ?
এ বিষয়ে সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি বলেও মন্তব্য করেন এডভোকেট মাসুম।









Discussion about this post