দেশের বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কোরবানির হাটের উদ্দেশ্যে আসা গরু জোরপূর্বক অন্য হাটে নামানোর অভিযোগে ৩ (তিন) জনকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (২ মে) রাত ১১টায় বন্দর থানাস্থ চৌরাপাড়া এলাকা হতে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন রাগিব অভিযানে নেতৃত্ব দেন বলে সেনা ক্যাম্প থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ।
গ্রেফতারকৃতরা হলো : বন্দর উপজেলার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের আমজাদ হোসেনের পুত্র সুলতান মাহমুদ আপন (২৫), একই এলাকার আরিফ হোসেনের পুত্র রুহুল আমিন (২৭) ও সিদ্দিকুর রহমানের পুত্র মো. জহিরুল ইসলাম।
জানা গেছে, সেনাবাহিনীর কাছে অভিযোগ আসে, শীতলক্ষ্যা নদীতে গরু বোঝাই করা একটি ট্রলার সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে আসছিলো। ট্রলারটি চলন্ত পথে বন্দর এলাকায় আাসর পথে দুষ্কৃতকারীদের একিটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ট্রলার আটক করে গরু বেপারীদের অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ট্রলারের সব গরুকে বন্দরের হাটে নিয়ে হয়। এই অভিযোগের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।









Discussion about this post