বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে সিদ্ধিরগঞ্জে ডিএনডির লেকের পানিতে ডুবে মো. ফয়সাল (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের সিআইখোলা গরুর হাট সংলগ্নের ডিএনডি খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোর ফয়সাল ফরিদপুরের সদরপুর থানার ফজলুরের পুত্র।

জানা গেছে, কিশোর ফয়সালের বাবা পেশায় একজন গরু ব্যবসায়ী। তার বাবা সিআইখোলার কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে গরু নিয়ে আসে। কিশোর ফয়সালও তার বাবার সঙ্গে এসে আজ গোসল করতে নামার পর নিখোঁজ হয় ফয়সাল। অনেক খোজাখুজির পর লেক থেকে কিমোর ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার দারোগা শাহ আলম বলেন, কিশোর ফয়সাল গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায়। তার বাবাসহ অন্যরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও পাচ্ছিলো না। বিষয়টি পুলিশকে জানানোর পর হলে মরদেহটি উদ্ধার করা হয়েছে।









Discussion about this post