সিদ্ধিরগঞ্জে একটি দোকানঘরে তারাবদ্ধ অবস্থায় হাত-পা বাঁধা এক অজ্ঞাত পরিচয় (৪০) পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পাশাপাশি দোকানটি সিলগালা করা হয়েছে এবং পাশ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার কদমতলী অনাবিল ব্রিজ সংলগ্ন ভান্ডারির পুল খালপাড় এলাকার ফখরুল ইসলামের মালিকানাধীন দোকান ঘর থেকে এই মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানান, মঙ্গলবার দুপুরে দোকানঘরের ভেতর থেকে দুর্গন্ধ ও রক্ত বের হতে দেখে এলকাবাসীর মাঝে নানা সন্দেহের সৃষ্টি হয়। এমন ঘটনায় ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাশটি উদ্ধার করে।

বাড়ির মালিক ফখরুল ইসলাম বলেন, গত রোববার (১ জুন) এক ব্যক্তিকে দোকানটি ভাড়া দেন। তবে কোনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা ছবি সংগ্রহ করেন নাই। ওই ভাড়াটিয়ার কাছ থেকে কেবল একটি মোবাইল নম্বর রাখা হয়েছিল। আমার ধারণাও নেই লোকটা কে ছিল, কী করত। চুক্তিপত্রে শুধু নাম্বার ছিল।”
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ‘দোকানঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলেও ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, জড়িতদের দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”









Discussion about this post