কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের মামলার আসামী বাচ্চু মিয়া (৪৮) কে গ্রেপ্তার করেছে র্যাব। বাচ্চু মিয়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তল্লা সবুজবাগ এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দিবাগত (৪ জুন) রাতে ময়মনসিংহের ভালুকার পালগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
আজ বুধবার (৪ জুন) সকালে র্যাব-১১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ মে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকায় একটি বাসার কেয়ারটেকারের কক্ষে ডেকে নিয়ে ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ কবে বাচ্চু মিয়া।
ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি চালিয়ে আটক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামি মো. বাচ্চু মিয়াকে (৪৮) ময়মনসিংহ জেলার ভালুকা থানার পলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।









Discussion about this post