নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া থেকে অজ্ঞাত পরিচয় পুরুষ (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ জুন) এইচ.কে ব্যানার্জি সড়কের পাশে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সড়কের পাশে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলো। তার পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রয়েছে।









Discussion about this post