এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্ব শিহাচর লালখাঁ এলাকায়।
সড়কের পাশের ড্রেন থেকে জনি সরকার (২৫) নামে ওই যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রহস্য উদঘাটন করতে গিয়ে এমন তথ্য বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ মাদকাসক্ত পুত্র জনি সরকারের হত্যার চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ করেন।
পুলিশ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান জানান, ফতুল্লার লালখাঁ এলাকার দুলাল পুলিশের বাড়িতে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন করুনা সরকার।
করুনা সরকার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর চাকরি করেন। আর পুত্র জনি সরকার মাদকাসক্ত ও বখাটে। মাদকের টাকার জন্য প্রায়ই তার মা-বাবাকে মারধর করতো। গত সোমবার (১৬ জুন) রাতেও মাদকাসক্ত জনি তার মা-বাবাকে মারধর করে।
মাদকাসক্ত জনি সরকার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রুটি বানানোর বেলুন দিয়ে জনির মাথায় ও মুখে তার বাবা করুনা সরকার আঘাত করে। এতে জনি নিথর হয়ে পড়লে মায়ের সহযোগিতায় প্লাস্টিকের বস্তায় ভরে রাতেই সড়কের পাশে ড্রেনে ফেলে দেয় করুনা সরকার। এরপর দিন মঙ্গলবার (১৭ জুন) সকালে পুলিশ ড্রেন থেকে বস্তাবন্দি জনির মরদেহ উদ্ধার করে।
মাদকাসক্ত জনি সরকারের মরদেহ উদ্ধারের পর বাবা করুনা সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। এরপরে মামলার তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য। পরে মা-বাবা দুজনকেই গ্রেফতার করে পুলিশ।









Discussion about this post