চাঞ্চল্যকর ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৭ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাত এজাহারনামীয় আসামী।
চাঞ্চল্যকর এই মামলায় আদালত উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আত্মসমর্পণকারী শাওন হোসেন, রাকিব প্রধান, নয়ন ওরফে কিলার নয়ন, রতন হোসাইন ওরফে রাখাল রতন, শাহ আলম, জয়নাল ও রাসেলসহ প্রত্যেককে কারাগারে প্রেরণ করেন।
এ বিসয়ে আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন এর সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মসমর্পণকারী আসামিরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় আত্মসমর্পণের আদেশের পর সংশ্লিষ্ট আদালতে হাজির হয়েছে। শুনানী শেষে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
ঘটনার বিবেরণে জানা যায়, ৬ ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে ৪টার দিকে ফতুল্লার কোতালেরবাগ পাকিস্তানি খাদের সামনে রেললাইনের পাশে মামুন হোসাইনকে গুলি করে হত্যা করা করার ঘটনায় মামুনের স্ত্রী বাদী হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আক্তার ও সুমনসহ তাদের সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, আক্তার ও সুমনের নির্দেশে মামুনকে হত্যা করা হয়েছে বলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।









Discussion about this post