গডফাদারখ্যাত নারায়ণগঞ্জ-৪ আসনের বিতর্কিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দুর্নীতির অভিযোগ চলমান থাকায় নিজ নামে থাকা পূর্বাচল ও উত্তরার ২টি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। ২টি প্লট ক্রোকের আদেশ ছাড়াও শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ২৯ ব্যাংক হিসাবে ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপ পরিচালক রেজাউল করিম এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন জানান।

এমন বিষয়টি দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ নিশ্চিত করেছেন।
দুদকের করা আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। অভিযোগের সঠিক অনুসন্ধানের স্বার্থে এসব সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত বিধিমালা ২০১৯) এর বিধি- ১৮ এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ধারা-১৪ অনুযায়ী ক্রোক এবং ফ্রিজ করা প্রয়োজন বিধায় আদালতের প্রার্থনা করা হলো । এমন আবেদনের পর আদালত উল্লেখিত আদেশ প্রদান করেন।









Discussion about this post