রূপগঞ্জে চাঞ্চল্যকর গাজী টায়ারস কারখানার অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনায় স্থানীয় ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রূপগঞ্জের বরপা কবরস্থান এলাকার রমজান আলীর ভূঁইয়ার পুত্র রাজু মিয়া, একই এলাকার নুরুল আমিনের ছেলে সিহাব, আক্তার হোসেনের পুত্র বেলায়েত হোসেন, সোলেইমান মিয়ার ছেলে বাবু মিয়া ও মৃত রহমত উল্লাহ পুত্র শফিকুল ইসলাম।
জানা যায়, তারাব পৌরসভার রূপসীর গাজী টায়ারস কারখানায় সিএনজি, ভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের টায়ার তৈরি করা হতো। গত ২৫ আগস্ট বিকাল ৪টার দিকে গাজী টায়ারস কারখানায় অজ্ঞাত বিশৃঙ্খলাকারীরা গেট ভেঙে প্রবেশ করে কারখানার ভেতরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
গাজী টায়ারের কারখানার ভেতরে অগ্নিকাণ্ডের কারখানাটির প্রায় ৩৯৪ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়। গত বছরের গত ১২ অক্টোবর গাজী টায়ারস কারখানার সহ-ব্যবস্থাপক পল রডিক্স বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম জানান, গাজী টায়ারস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে গ্রেপ্তারদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিতের পর তারাব পৌরসভার মাসাবো এলাকায় গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৫ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।









Discussion about this post