রূপগঞ্জে জবাই করা পাঁচটি ঘোড়ার মাংস জব্দ ও একজনকে আটক করেছেন আনসার সদস্যরা।
সোমবার (৩০ জুন) দিনগত গভীর রাতে পূর্বাচল উপশহরে ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর প্লটে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত ফয়েজ মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার পরমপাড়া গ্রামের হাফিজ মিয়ার পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজি চালিত অটোরিকশা দেখে সন্দেহ হলে তারা এগিয়ে গেলে কিছু ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটকের পর প্লটের ভেতর প্রবেশ করে আনসার সদস্যরা দেখতে পায় পাঁচটি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আনসার সদস্যরা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে ফয়েজ মিয়া নামের ওই ব্যক্তিকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন জানান, রাতের টহল চলাকালে একটি পরিত্যক্ত প্লটে সন্দেহজনক কিছু লোক দেখতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ঘোড়া জবাই করা অবস্থায় জব্দ করা হয়। একজনকে আটক করা হয়েছে।









Discussion about this post