শহরের চাষাঢ়ার একটি বিরোধপূর্ণ জমির উপর দোকানের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে চেম্বারের পরিচালক ও জামায়াত নেতা গোলাম সারোয়ার সাঈদের উপর হামলার ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা সহ আরো কয়েকজন উপস্থিত থাকাবস্থায় এমন হামরা ও মারপিটের ঘটনা ঘটে। ।
আজ সোমবার (৭ জুলাই) দুপুরে চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন পৌর মার্কেটের ঘটনা ঘটে।
তবে লাঞ্ছনা, হমালা ও মারপিটের শিকার নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি গোলাম সারোয়ার সাঈদ বলেন, আমি আদালতের আদেশক্রমে দোকানের দখল ও মরোমত করতে গিয়ে এ মামলঅর শিকার হয়েছি ।
প্রত্যাক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চাষাঢ়ায় পৌর মার্কেটের একটি দোকান নিয়ে দীর্ঘদিন যাবৎ মালিকানা বিরোধ ছিল। আশিকুর রহমান নামের একজন দোকানের মালিক দাবী করলেও সাঈদের দাবী তিনি নিজেও ওই দোকানের মালিক। এ নিয়ে মামলা ছিল এবং তিনি মামলায় জয়ী হয়েছেন। আর আশিকুরের পেছনে কাজ করছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা।
আজ ৭ জুলাই দুপুরে সাঈদ ওই দোকানে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করলে খবর পেয়ে সিটি কর্পোরেশন সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকুর অফিসে থাকা জুলহাস ছুটে এসে বাকবিতন্ডার এক পর্যায়ে শকু ঘটনাস্থলে আসলে তার সঙ্গে সাঈদের বাকবিতন্ডা শুরু হয় একই সময়ে ছুটে আসেন রানা। তাদের উপস্থিতিতে সঙ্গে থাকা লোকজন সাঈদের উপর হামলা চালিয়ে কিল ঘুষি ও বেধড়ক মারধর করতে থাকে।
এ বিষয়ে শকু, রানা ও সাঈদ স্ব স্ব পক্ষে বক্তব্য দিয়ে নিজেদের স্বচ্ছতা দাবী করেছেন।









Discussion about this post