অফরাধীদের অভয়ারণ্যখ্যাত রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
৬ জুলাই (রোববার) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে চাপাতি, ছোড়া, চাইনিজ কুড়ালসহ ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলো : চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার জলিল মিস্ত্রির পুত্র আকরাম, সেকান্দর আলীর পুত্র আইয়ুব আলী, মালেকের পুত্র ইসহাক, কামালের পুত্র রুবেল, সেকান্দরের ছেলে ইউনুছ আলী, শুক্কুরের পুত্র কামাল ও জাহাঙ্গীরের পুত্র রাজু।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পুনর্বাসন কেন্দ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো বলে পুলিশে কাছে সংবাদ আসে। সেই সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ডাকাত সদস্য আকরাম, আইয়ুব আলী, ইসহাক, রুবেল, ইউনুছ, কামাল ও রাজুকে গ্রেপ্তার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ছয়টি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
এমন ঘটনায় রূপগঞ্জ থানার মামলা দায়ের করা হয়েছে।









Discussion about this post