আবারো প্রমাণ হলো নারায়ণগঞ্জে চলছে অস্ত্রের ঝনঝনানি মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিনিয়তঃ প্রায় সকল দৈনিক ও অনলাইন গণমাধ্যমে নারায়ণগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতি মারাত্মক এবং অস্ত্রের বিশাল প্রতিবেদন প্রকাশ করলেও টনক নড়ছে না আইনশৃংখলা বাহিনীর।
গত শনিবার ২৬ জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নারায়ণগঞ্জে উপস্থিত হয়ে লুণ্ঠিত ও অবৈধ সকল অস্ত্র উদ্ধারের বিষয়ে আমাবাদ ব্যক্ত করার একদিনের মধ্যেই অস্ত্রের ঝনঝনানী দেখালো সন্ত্রাসীরা।
অসংখ্য ঘটনার পর এবার রূপগঞ্জের তারাব পৌরসভার কর্ণগোপ রহিম মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শামসুদ্দোহা (৬৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বৃদ্ধ শামসুদ্দোহা উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার মৃত পিয়ার আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক রিপন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে রাজনৈতিক অজুহাতে জুলুম নির্যাতন ও পুরো এলাকায় আধিপত্য বিস্তার করে রাখতেন। ২০২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শফিকুল ইসলাম এলাকায় প্রভাব বিস্তার করতে চাইলে যুবলীগ নেতা রিপন বাহিনী আধিপত্য টিকিয়ে রাখতে তার উপর আতর্কিত হামলা চালায়। এতে শফিক গুরুতর আহত হন এবং সুস্থ হতে বেশ কয়েক মাস চিকিৎসাধীন থেকে সুস্থ্য হয়ে উঠে। এমন ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলাও চলমান রয়েছে।
ফের শফিকুল ইসলাম সুস্থ্য হয়ে এলাকায় আসার পর উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুরোনো বিরোধ ও আধিপত্য টিকিয়ে রাখার সূত্র ধরে সোমবার রাতে শফিকের লোকজন যুবলীগ নেতা রিপনের চাচা বৃদ্ধ শামসুদ্দোহাকে পথে পেয়ে তার উপর হামলা করে শামসুদ্দোহা পায়ে গুলি করে। এমন ঘটনায় স্থানীয়রা গুলিবিদ্ধ বৃদ্ধ শামসুদ্দোহাকে উদ্ধার করে টাকা মেডিকেল কলেজে ভর্তি আনার পর ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়েছে।
এমন ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায় নাই।
এ বিসয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শামসুদ্দোহা নামের এক লোক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। গুলিবিদ্ধ শামসুদ্দোহার পরিবারকে অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে ।









Discussion about this post