প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে দুই স্কুল ছাত্রর মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায়।
তারা একজন হলো ওই এলাকার আবুল হোসেনের পুত্র আনিস (৭)।
আনিস স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র এবং অপর জন স্থানীয় একটি কেজি স্কুলের কেজি ওয়ান এর ছাত্র ও একই এলাকার জাহাঙ্গীরের পুত্র জাহেদ (৫)।
স্থানীয়রা জানান, তারা দুজনে বাড়ী থেকে সামান্য দূরে রাস্তার পাশে ডোবার পানিতে গোসল করতে গিয়ে ডোবার পানি থেকে আর উঠতে পারেনি। পরে স্থানীয়রা খোঁজাখূঁজি করে তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
একই বাড়ীর দুজন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Discussion about this post