আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক ডাউনে কর্মসূচীতে অংশগ্রহণের প্রস্তুতির অভিযোগে মহিলা লীগের নেত্রীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার ১২ নভেম্বর ভোর চারটার দিকে উপজেলা বড় দিঘীরপাড় এলাকা থেকে পুলিশ এলাকাবাসীর সহায়তায় তাদের গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট মাস্ক, তিনটি টায়ার, দুই বোতল পেট্রোল, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষসহ লাঠি শোঠা জব্দ করে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন : নরসিংদী মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি বীনা আক্তার (৫৬), নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম (২০), আপন মিয়া (১৯), অনিক রহমান (১৯), নিলয় হোসেন (১৯), ইয়ামিন ইসলাম (২০), সালমান রহমান (১৯), কৃষি ইনস্টিটিউটের ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন (১৯)।
শুক্রবার বিকেলে নাশকতার মামলা দেখিয়ে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, এ ব্যাপারে ১২ নভেম্বর বুধবার ব্রাহ্মন্দি ইউনিয়নের মারুয়াদি এলাকার নুরু মিয়ার ছেলে সানাউল্লাহ বাদী হয়ে ৮ জনকে নামীয় ও ৭০/৮০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন।









Discussion about this post