রূপগঞ্জে প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এসআরবি ইটভাটার শ্রমিক কলোনির প্রায় ২০টি টিনের ঘর ও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতর খবর পাওয়া যায়নি।
রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাওঘাট এলাকার আব্দুল আজিজের মালিকানাধীন এসআরবি ইটভাটার শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শ্রমিকদের থাকার কলোনির একটি কক্ষে সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো কলোনিকে গ্রাস করে ফেলে। রাতেই খবর পেয়ে কাঞ্চন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। ততক্ষণে কলোনির সারিবদ্ধ টিনশেড ঘরগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. মাহফুজার রহমান বলেন, “সিলিন্ডার গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এতে ২০টি ঘর ও বিভিন্ন মালামাল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।”
আগুনে ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনায় আতঙ্কিত শ্রমিকরা রাতেই বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হন।
স্থানীয়দের অভিযোগ, শ্রমিক কলোনিগুলোতে সিলিন্ডার ব্যবহারে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও এ বিষয়ে নিয়মিত নজরদারি ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।








Discussion about this post