সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে ঘটে যায় রক্তক্ষয়ী ঘটনা। সামান্য কথাকাটাকাটি থেকে শুরু হওয়া বিরোধ শেষপর্যন্ত সংঘর্ষে রূপ নেয়—এতে নিহত হয়েছেন নাসির উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নাসির উদ্দীন সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
কীভাবে ঘটলো সংঘর্ষ ?
নিহতের ছোট ভাই আক্তার হোসেন জানান, রোববার তাদের পালন করা কবুতরের বাচ্চা প্রতিবেশী আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে তিনি প্রতিবাদ জানাতে আসাদুল্লাহর বাড়িতে যান। এ সময় তর্কাতর্কি শুরু হলে আসাদুল্লাহ, তার স্ত্রী জুলেখা আক্তার বেবি, ছেলে আবির ও অভিসহ রকমত উল্লাহর ছেলে রাসেল ও আরও কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন নাসির উদ্দীন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তিনদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
মামলা ও পুলিশের অবস্থান
ঘটনার পর আক্তার হোসেন বাদী হয়ে ছয়জনকে নাম উল্লেখ করে এবং আরও ২–৩ জনকে অজ্ঞাত আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের মধ্যে উদ্বেগ
একটি বিড়ালের আচরণকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামান্য বিরোধ কীভাবে প্রাণহানিতে রূপ নিতে পারে—এ ঘটনা তা আবারও স্মরণ করিয়ে দিল।









Discussion about this post