বন্দর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ককশিট (EPS) তৈরির কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষণখোলা এলাকায় মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইন্সোলেশন লিমিটেড–এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, “দুপুরের দিকে কারখানার উৎপাদন ও গুদাম অংশে আগুন দেখা দেয়। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।”
তিনি আরও জানান, আগুনে কারখানার অভ্যন্তরে থাকা কাঁচামাল ও প্রস্তুত পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কতটুকু ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, EPS বা ককশিট অতি দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে সময়মতো নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।
ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উপস্থিত ছিল। আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।









Discussion about this post