নিজস্ব প্রতিবেদক :
জাপান-বাংলাদেশ সোসাইটির আয়োজনে টোকিওতে অনুষ্ঠিত হলো “৩৮তম করপোরেট ইনফরমেশন এক্সচেঞ্জ মিটিং”—যেখানে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী সরাসরি উপস্থিত ছিলেন এবং আরও শতাধিক প্রতিনিধি অনলাইনে যুক্ত হন। জাপানের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠন ও সরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা এ সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমইএ ও ইএবি’র সভাপতি মোহাম্মদ হাতেম, জাপান-বাংলাদেশ সোসাইটির সভাপতি মাসাতো ওয়াতানাবে, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়া, জেট্রো বাংলাদেশ অফিসের কান্ট্রি হেড কাজুয়ুকি কাটাওকা ও সাবেক কান্ট্রি হেড অ্যান্ডো ইউজি, মেটির সহকারী পরিচালক ওকামোতো কাটাওকা, বাংলাদেশে সাবেক জাপানি রাষ্ট্রদূত হিরোয়াশি ইজুমি, জাপানের পার্লামেন্টের একজন সদস্য, মারুহিশা প্যাসিফিক কোম্পানির চেয়ারম্যান হিরাইশি সানসহ বহু প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা।
এ সভায় জাইকার মহাপরিচালক ও জেট্রোর কান্ট্রি হেড বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতি, বিদ্যমান ব্যবসা ও বাণিজ্য পরিবেশ, ব্যবসায় ক্ষেত্রে দুর্নীতি ও ঘুষসংক্রান্ত চ্যালেঞ্জসহ বিভিন্ন বাস্তবতা নিয়ে বিশদ বিশ্লেষণ উপস্থাপন করেন। পাশাপাশি বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি, সম্ভাবনা এবং ভবিষ্যৎ প্রভাব নিয়েও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।
করপোরেট তথ্য বিনিময় সভায় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ এবং বাংলাদেশে ব্যবসার দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়ে জাপানি উদ্যোক্তারা গভীর আগ্রহ প্রকাশ করেন। আয়োজকদের মতে, বাংলাদেশ–জাপান ব্যবসায়িক সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই ধরনের উচ্চপর্যায়ের মতবিনিময় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।









Discussion about this post