নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২২) গেস্ট হাউসে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভুক্তভোগী নিজেই বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন—ডালিম (৩৭), মারুফ (৩৫) ও উজ্জল (৪৮)।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর চিটাগাং রোড ওভারব্রিজ এলাকার নিচে ডালিমের সঙ্গে পরিচয় হয় তরুণীর। পরে ১ ডিসেম্বর তাকে চাকরি দেওয়ার কথা বলে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় আসতে বলা হয়। পরদিন সকালে সেখানে পৌঁছালে ডালিম কৌশলে তাকে পাশের একটি গেস্ট হাউসে আটকে রাখে। পরে ডালিমের সঙ্গে আরও দুইজন—মারুফ ও উজ্জল—মিলে ওই তরুণীকে ধর্ষণ করে।
এই ঘটনা ঘটে গত মঙ্গলবার, বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গেস্ট হাউসে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ঘটনার মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।









Discussion about this post