নগর প্রতিবেদক
নারায়ণগঞ্জ, ৬ ডিসেম্বর
নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া এলাকার সমীরকর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শনিবার ভোর ৫টার দিকে হোসিয়ারি ও নিটিং কারখানা সমৃদ্ধ এ মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ছোট ছোট কারখানা ও দোকানগুলোকে ঘিরে ফেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আরিফিন জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দগ্ধ হয়েছে প্রায় ৩০টি হোসিয়ারি (মিনি) কারখানা ও বডি নিটিং দোকান।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে সুনির্দিষ্ট কারণ জানা যাবে।” ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোরের আগুনে তাদের বহু বছরের শ্রম ও পুঁজি মুহূর্তে পুড়ে গেছে। মজুদ কাপড়, সুতা, মেশিনসহ সবকিছুই আগুনে ভস্মীভূত হওয়ায় তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে।









Discussion about this post