নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার্জে লাগানো মোবাইল ফোন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (৫ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের পেছনের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—জরিনা বেগম (৬৫), তার ছেলে মো. আলাউদ্দিন (৩৫), আলাউদ্দিনের মেয়ে সিফু আক্তার (১৪) ও চার বছরের শিশু শিমলা। তারা কাঁচপুরের পাঠাত্তা এলাকার বাড়িওয়ালা আজিমের ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।
প্রতিবেশীরা জানান, গভীর রাতে চার্জে লাগানো মোবাইল ফোন হঠাৎ বিস্ফোরিত হলে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজন দগ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনারগাঁ হাসপাতালে এবং পরে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠান।
দুর্ঘটনার বিষয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “এ ধরনের কোনও ঘটনার খবর আমাদের জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।”
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি বিভাগের চিকিৎসক শাওন বিন রহমান জাগো নিউজকে বলেন, “দগ্ধদের মধ্যে আলাউদ্দিনের ৪০ শতাংশ, শিশু শিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ এবং সিফু আক্তারের শরীরের ১২ শতাংশ পুড়েছে। সবাই চিকিৎসাধীন রয়েছেন।”
মোবাইল ফোন বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়ার বিষয়ে তিনি জানান, ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছেন না।
মোবাইল ফোন বিস্ফোরণের এ ধরনের ঘটনা আগেও ঘটলেও এবার একই পরিবারের চারজন দগ্ধ হওয়ায় এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে বলে প্রত্যাশা স্থানীয়দের।









Discussion about this post