প্রধান প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারের জন্য আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ঘোষণার আগে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক
তফসিল ঘোষণার পূর্বে নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। কদিন আগেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ-এর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন সিইসি। এর আগে বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। সাক্ষাৎ শেষে বিকেল ৪টায় তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হয়।
নির্বাচন প্রস্তুতি: আসন বিন্যাস থেকে আইনশৃঙ্খলা পরিকল্পনা
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, আসন বিন্যাস, রিটার্নিং অফিসার নিয়োগ, সহকারী রিটার্নিং অফিসার নিয়োগসহ ২০টির বেশি বিষয় নিয়ে প্রজ্ঞাপন জারি হবে। একই সঙ্গে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, মনিটরিং সেল এবং আইনশৃঙ্খলা সেল গঠনের প্রস্তুতিও চূড়ান্ত।
অন্যদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ জানান, তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। তবে ঘোষণার পর সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে কোনো নিষিদ্ধ বা স্থগিত রাজনৈতিক প্রতীক ব্যবহার করা হবে না।
রমজানের আগেই নির্বাচনী কার্যক্রম শেষের পরিকল্পনা
ইসির কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ শেষে রমজানের আগে নির্বাচনী কাজ শেষ করতে চায় কমিশন। ভোটের দিন কোনো কেন্দ্র বা আসনে অনিয়ম বা সহিংসতার কারণে ভোট স্থগিত হলে, এক সপ্তাহের মধ্যেই সেই এলাকায় পুনরায় ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
এছাড়া, গেজেট প্রকাশের পর বিজয়ী দলকে সরকার গঠনে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। পুরো প্রক্রিয়া যেন রমজানের আগেই শেষ করা যায়—সে বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছে।
স্বাধীনতার পর নির্বাচনগুলোর সারসংক্ষেপ
স্বাধীনতার পর এখন পর্যন্ত দেশে ১২টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৪ বার এবং জাতীয় পার্টি ২ বার সরকার গঠন করেছে।
আওয়ামী লীগ: ১ম, ৭ম, ৯ম, ১০ম, ১১তম ও ১২তম নির্বাচন
বিএনপি: ২য়, ৫ম, ৬ষ্ঠ ও ৮ম নির্বাচন
জাতীয় পার্টি: ৩য় ও ৪র্থ নির্বাচন
সংসদের পাঁচ বছর মেয়াদ থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও দ্বাদশ সংসদ পূর্ণ মেয়াদে থাকতে পারেনি। তুলনামূলক স্থিতিশীলতায় পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদ তাদের মেয়াদ সম্পন্ন করেছে।









Discussion about this post