নগর প্রতিনিধি :
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আমীরুল ইসলামের স্ত্রী জাহানারা আমীর ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)
বুধবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার আমীরুল ইসলামের জুনিয়র অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ইশতিয়াক।
৮২ বছর বয়সী জাহানারা আমীর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
ইশতিয়াক জানান, তার ছেলে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে শুক্রবার বাদ জুমা গুলশানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে নারায়ণগঞ্জে—শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে আমীরুল ইসলাম–জাহানারা আমীর দম্পতির মেয়ে, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীরও বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। পরিবারের সদস্যরা মায়ের মৃত্যু সংবাদে গভীর শোকে নিস্তব্ধ।
জাহানারা আমীর ছিলেন নীরব, সৌম্য ব্যক্তিত্বের এক মহিয়সী নারী, যিনি পরিবার, সন্তান ও স্বামীর পেশাগত পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে আইন অঙ্গনসহ সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।
একই সাথে নারায়ণগঞ্জ জাহানারা আমীর ছিলেন ভাষা সৈনিক খান সাহেব ওসমান আলীর কন্যা, এ কে এম শামসুদ জোহার ছোট বোন এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ফুফু।









Discussion about this post