নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবোঝাই লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে।
রোববার (১৪ ডিসেম্বর ) সকাল সোয়া ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নৌ-পুলিশের পাগলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটগামী বালুবাহী বাল্কহেডটির সঙ্গে রাজধানীর সদরঘাট থেকে ভোলাগামী যাত্রীবাহী লঞ্চ ‘বোগদাদীয়া-১৩’ এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাল্কহেডটি নদীতে ডুবে যায়।
তিনি আরও জানান, বাল্কহেডে থাকা পাঁচজন শ্রমিক তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে অভিযান শুরু করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডটির ওপর উঠে যায়, ফলে ভারসাম্য হারিয়ে বাল্কহেডটি দ্রুত নদীতে তলিয়ে যায়। প্রাণ বাঁচাতে শ্রমিকদের নদীতে ঝাঁপ দিতে দেখা যায়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের মুহূর্তে আশপাশে থাকা নৌযানগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ফতুল্লার বক্তাবলী এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, “আমি তখন নদী পার হচ্ছিলাম। যে লাইনে নৌযানগুলো চলছিল, তাতে দূর থেকেই বোঝা যাচ্ছিল সংঘর্ষ হতে পারে। তাই আগেই মোবাইলে ভিডিও ধারণ শুরু করি।”
নৌ-পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে দ্রুত অভিযান শুরু করা হবে। এ ছাড়া নৌপথে নিরাপত্তা ও নৌযান চলাচলে সতর্কতা জোরদারের কথাও জানানো হয়েছে।









Discussion about this post