নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। জেলার পরিচিত নাট্যকর্মী, ঐকিক থিয়েটারের সক্রিয় সদস্য এবং সকলের প্রিয় সহকর্মী বেলাল হোসেন মিঠু আজ (১৬ ডিসেম্বর) ভোরে কক্সবাজার যাওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার ভ্রমণে বের হয়েছিলেন তিনি। কিন্তু সেই আনন্দযাত্রাই শেষ পর্যন্ত রূপ নেয় অপূরণীয় শোকে।
সংগঠনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ঐকিক থিয়েটারের প্রতিনিধি শাশ্বতী পাল জানান, যাত্রাপথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন বেলাল হোসেন মিঠু।
তিনি আরও জানান, কক্সবাজারে পৌঁছে সকালে দীর্ঘ সময় ডাকাডাকি করেও মিঠুর কোনো সাড়া না পেয়ে দ্রুত তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে শাশ্বতী পাল জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যরা মরহুমের মরদেহ নিয়ে ইতোমধ্যে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বেলাল হোসেন মিঠুর বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়।
সহকর্মীরা জানান, বেলাল হোসেন মিঠু ছিলেন অত্যন্ত প্রাণবন্ত, সদালাপী ও সংস্কৃতিপ্রেমী একজন মানুষ। নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার আকস্মিক মৃত্যুতে ঐকিক থিয়েটারসহ নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।









Discussion about this post