বিশেষ প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আর নেই।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় এই মুখপাত্রের প্রয়াণে অনুসারী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্পষ্টভাষী বক্তব্য ও আন্দোলনকেন্দ্রিক অবস্থানের কারণে তিনি ইনকিলাব মঞ্চের অন্যতম পরিচিত মুখ হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে।
শরিফ ওসমান বিন হাদির প্রয়াণ ইনকিলাব মঞ্চের জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল বলে মন্তব্য করছেন সংগঠনটির সমর্থকরা।









Discussion about this post