নগর প্রতিনিধি :
ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকা থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ডসংলগ্ন মেসার্স এস এম ট্রেডার্সের সামনের একটি ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝোপের মধ্যে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেন। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে শিশু এবং তার বয়স আনুমানিক দুই দিন। তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ শামীম রেজা শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শিশুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের লক্ষ্যে মরদেহটি ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তি নবজাতকটিকে ওই স্থানে ফেলে রেখে গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।









Discussion about this post