আড়াইহাজারে মস্তকবিহীন যুবক হত্যা
নিজস্ব প্রতিবেদক :
🔴 পরকীয়াজনিত বিরোধে পরিকল্পিত খুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকায় পাওয়া মস্তকবিহীন যুবকের হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের দাবি করেছে পিবিআই।
🔴 নিহতের পরিচয় শনাক্ত
নিহত যুবক রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা আবরাহাম খান প্রকাশ আলিম খান (২৭)। পেশায় তিনি একজন রং মিস্ত্রি।
🔴 একজন গ্রেপ্তার
ঘটনায় সরাসরি জড়িত সন্দেহে মো. রুহুল আমিন প্রকাশ রাব্বি (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পিবিআই নারায়ণগঞ্জ।
🔴 খালাকে টোপ বানিয়ে ডেকে আনা হয়
পিবিআই জানায়, পরকীয়ার সম্পর্ক নিয়ে বিরোধের জেরে গত ১৫ ডিসেম্বর আলিম খানকে রাজবাড়ী থেকে আড়াইহাজারে ডেকে এনে হত্যা করা হয়।
🔴 নির্মম হত্যাকাণ্ড
দা দিয়ে কুপিয়ে হত্যা করার পর পরিচয় গোপন করতে মরদেহের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়।
🔴 পিবিআইয়ের বক্তব্য
শনিবার (২০ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই নারায়ণগঞ্জের এসপি মো. মোস্তফা কামাল রাশেদ এসব তথ্য জানান।
🔴 অভিযান অব্যাহত
হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পিবিআই।









Discussion about this post