নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী পারাপারের সময় ভয়াবহ দুর্ঘটনায় একটি ট্রাকসহ পাঁচটি যানবাহন ফেরি থেকে নদীতে পড়ে গেছে।
এতে এক ভ্যানচালক নিখোঁজ রয়েছেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও শোকের আবহ তৈরি করেছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নারায়ণগঞ্জের বক্তাবলী ঘাট সংলগ্ন মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি ধলেশ্বরী নদী পার হচ্ছিল। নদীর মাঝামাঝি অবস্থানে হঠাৎ করে ফেরিতে ওঠানো একটি ট্রাক চালু হয়ে যায়। আকস্মিক এ ঘটনায় ট্রাকচালক স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন।
এর ফলে ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে একে একে নদীতে ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই পাঁচটি যানবাহন পানিতে তলিয়ে যায়।
দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ভ্যানগাড়ির চালক নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন,
“প্রাথমিকভাবে ধারণা করছি, ফেরিতে ওঠানোর পরও ট্রাকটি গিয়ারে ছিল। হঠাৎ ইঞ্জিন চালু হয়ে যাওয়ায় চালক সেটি নিয়ন্ত্রণ করতে পারেননি। এতে একের পর এক যানবাহন নদীতে পড়ে যায়।”
তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তি ও তলিয়ে যাওয়া যানবাহন উদ্ধারে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হবে। প্রয়োজন হলে ডুবুরি দল ও উদ্ধারকারী সংস্থার সহায়তা নেওয়া হবে।
এদিকে এ দুর্ঘটনা ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও যানবাহন ওঠানামার সময় যথাযথ সতর্কতা না থাকার বিষয়টি নতুন করে সামনে এনেছে। স্থানীয়রা ফেরিতে যানবাহন ওঠানোর সময় গিয়ার পরীক্ষা ও দায়িত্বপ্রাপ্তদের তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে—তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে পরিবার ও এলাকাবাসী। উদ্ধার তৎপরতার দিকে তাকিয়ে আছে সবাই।









Discussion about this post