নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ভয়াবহ ফেরি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (গতকাল) রাত সাড়ে ৯টার দিকে বক্তাবলী ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৫) এবং ভ্যানচালক মো. স্বাধীন (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি নরসিংপুর ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝনদীতে পৌঁছালে ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ চালু হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশাভ্যানকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. রফিক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ভ্যানচালক মো. স্বাধীন ও সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা নিখোঁজ হন।
খবর পেয়ে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান জানান, ট্রাকটি কীভাবে হঠাৎ চালু হয়ে নিয়ন্ত্রণ হারায়, সে বিষয়ে তদন্ত চলছে। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের কোনো ধরনের গাফিলতি ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা ফেরি ব্যবস্থাপনা, যানবাহন নিরাপত্তা এবং তদারকি জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।









Discussion about this post