নগর প্রতিনিধি :
ওমরা পালন শেষে দেশে ফেরার পর নারায়ণগঞ্জের সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দেশে ফেরার কিছুদিনের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে চিকিৎসকের শরণাপন্ন করা হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
মাহমুদ হাসান কচি ১৯৯০ সাল থেকে দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতায় যুক্ত। বিশেষ করে ফটো সাংবাদিক হিসেবে তিনি নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও মানবিক নানা ঘটনার চিত্র তুলে ধরে জনকল্যাণমূলক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন শ্রদ্ধেয় মুখ হিসেবে পরিচিত।
এদিকে মাহমুদ হাসান কচির অসুস্থতার খবরে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের মধ্যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় সহকর্মীরা দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে মাহমুদ হাসান কচির আশু আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।









Discussion about this post