নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের অভিযানে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন (৫০) গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে কাশিপুর সম্রাট সিনেমা হল সংলগ্ন তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার নূর হোসেন মৃত সেকান্দার আলী মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, নূর হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে জমি দখল, জোরপূর্বক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদা আদায় ও সাধারণ মানুষকে হয়রানির মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কাশিপুর সম্রাট সিনেমা হল সংলগ্ন এলাকা, হাজীপাড়া ও ইউনিয়ন পরিষদের আশপাশের এলাকায় তার প্রভাব ছিল বলে স্থানীয়রা জানান।
বিশেষ করে, সম্রাট সিনেমা হলের সামনে এক ব্যবসায়ীকে মারধর করে তিন লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচিত হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









Discussion about this post