শাহজাহান কবির : (আড়াইহাজার)
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘটিত আলোচিত দুটি ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার জালাকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— জালাকান্দি এলাকার লালমিয়ার ছেলে সেলিম (৩৫) এবং একই এলাকার আ. হকে’র ছেলে মুনসুর (৩৮)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, গত ২৩ ডিসেম্বর রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী এলাকায় সাবেক ইউপি সদস্য ও স্বর্ণকার হারাধন চন্দ্রের বাড়িসহ তিনটি স্বর্ণকারের বাড়িতে সংঘটিত ডাকাতি এবং এর আগে ১৪ ডিসেম্বর রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের পাঁজারদিয়া এলাকার আনোয়ার মোল্লা ও মুনসুর আলীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় এই দুজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।
ডাকাতির সময় ডাকাতদল ভৈরবদী এলাকায় চারজন এবং পাঁজারদিয়া এলাকায় অন্তত ১৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা গৃহকর্তাদের স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় পাঁজারদিয়া এলাকার ভুক্তভোগী মুনসুর আলীর ছেলে তায়েব আল হাসান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।









Discussion about this post