নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ শহরের নাগবাড়ি এলাকায় রায়হান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজার এলাকার মৃত বিল্লাল খানের ছেলে।
তিনি শহরের তাঁতিপাড়া এলাকায় ইয়াসিন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাগবাড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন রায়হান।
ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর দাবি, রায়হান দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন।
তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান স্থানীয়রা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার করেছে।









Discussion about this post