স্টাফ রিপোর্টার | ঢাকা
বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ বেগম খালেদা জিয়ার স্মরণে এই দোয়া মাহফিলের আয়োজন করে।
মোহাম্মদ হাতেম বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের শিল্প ও বাণিজ্য খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করে। আরএমজি খাতের বিকাশে তাঁর সরকারের নীতিগত সহায়তা ও ইতিবাচক উদ্যোগ শিল্পখাতকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ড. আবদুল মঈন খান।
দোয়া মাহফিলে মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও জান্নাত কামনা করা হয়।
এতে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারাও অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিজিএমইএ, বিটিএমএ, এফবিসিসিআই, এলএফএমইএবি, বিএআইএ, ডিসিসিআই, এমসিসিআই, বিএপিআই, এফআইসিসিআই, এবিবি, বিএবি, বিসিআই, সিসিসিআই, বিএসআইএ, বিসিএমএসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুম নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের শিল্প ও অর্থনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন।









Discussion about this post