নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে পাচারকালে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।
ডিএনসি সূত্র জানায়, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে মেসার্স জোনাকি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়।
অভিযানে মোহাম্মদ আরাফাত মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আরাফাত মিয়া স্বীকার করেছে যে, সে এর আগেও একাধিকবার অবৈধভাবে ইয়াবা মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আরাফাত মিয়া (২২) কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত ইদ্রিস মিয়া এবং মাতা সুফিয়া খাতুন।
ডিএনসি কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









Discussion about this post